২০২২ টি২০আই প্রশান্ত মহাসাগরীয় কাপ
অবয়ব
তারিখ | ৩ অক্টোবর ২০২২ – ৬ অক্টোবর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন |
আয়োজক | ভানুয়াতু |
বিজয়ী | পাপুয়া নিউগিনি |
রানার-আপ | ভানুয়াতু |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | নাওআনি ভারে |
সর্বাধিক রান সংগ্রহকারী | নাওআনি ভারে (২২৫) |
সর্বাধিক উইকেটধারী | ইসাবেল তোউয়া (১১) |
২০২২ টি২০আই প্রশান্ত মহাসাগরীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের অক্টোবর মাসে ভানুয়াতুতে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক ভানুয়াতুর সঙ্গে অংশগ্রহণ করে পাপুয়া নিউ গিনি, ফিজি ও সামোয়া।[২][৩] টুর্নামেন্টে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় পাপুয়া নিউ গিনি।[৪]
দলীয় সদস্য
[সম্পাদনা]পাপুয়া নিউগিনি[৫] | ফিজি[৬] | ভানুয়াতু[৫] | সামোয়া[৫] |
---|---|---|---|
|
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | পাপুয়া নিউগিনি | ৬ | ৫ | ০ | ০ | ১ | ১১ | +৬.২২৯ |
২ | ভানুয়াতু (H) | ৬ | ৩ | ২ | ০ | ১ | ৭ | +০.৮৯৩ |
৩ | সামোয়া | ৬ | ২ | ৩ | ০ | ১ | ৫ | −০.৬০১ |
৪ | ফিজি | ৬ | ০ | ৫ | ০ | ১ | ১ | −৫.১৯০ |
চ্যাম্পিয়ন
সূচি
[সম্পাদনা]ব
|
||
ভালেন্তা লাংইয়াতু ৫৩ (৪৩)
জ্যাসিন্তা সানেলে ৪/৩৪ (৪ ওভার) |
ফ্লোরেন্স আগাইমালো ২১* (১১)
নাসিমানা নাভাইকা ৪/২১ (৪ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নেটি চিলিয়া, রুথ কালতোংগা, রেইলিন ওভা (ভানুয়াতু), আইলাওয়া আওইনা, এলেনি ভাআয়েতাসি, জ্যাসিন্তা সানেলে, তুআওলোয়া সেমাউ, ফ্লোরেন্স আগাইমালো ও লেওফাও আপোলিনাসিও (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তানিয়া রুমা ৬৭ (৩৯)
কারালাইনি ভাকুরুইভালু ৩/৩৯ (৪ ওভার) |
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২৬ (২০)
হলান দোরিগা ৫/২ (১.৪ ওভার) |
- পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অলিভিয়া সেকিলেকুতু, আতেজা কাইনোজো, কারালাইনি ভাকুরুইভালু, কিয়েরা আমোয়ে, তালেই জোলাচি, মায়েআভ্হানিসি এরাসিতো, মেলাইয়া বিউ, লাগাকালি লোমানি ও সুলিয়া ভুনি (ফিজি)-এর টি২০আই অভিষেক হয়।
- হলান দোরিগা (পাপুয়া নিউ গিনি) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
সেলিনা সোলমান ৩৯ (২৯)
রুজি কাইওয়াই ১/২৪ (৪ ওভার) |
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২৪ (২১)
র্যাচেল অ্যান্ড্রু ২/১২ (৪ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আনা গোনেরারা, এলিজাবেথ রোকোরো ও ভোলাউ মাতাকি (ফিজি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তাআলিলি ইওসেফো ১২ (১৯)
গেউয়া তোম ২/১১ (৩ ওভার) |
নাওআনি ভারে ২৮* (২৪)
এলেনি ভাআয়েতাসি ১/৮ (১ ওভার) |
- সামোয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
তাআলিলি ইওসেফো ৩১ (১৬)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২/৩০ (৩ ওভার) |
রুজি কাইওয়াই ২৭ (২৮)
আইলাওয়া আওইনা ৪/৯ (১.৫ ওভার) |
- ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আরিওতা কুপিতো (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
র্যাচেল অ্যান্ড্রু ৫০ (৪০)
কাইয়া আরুয়া ৫/১১ (৪ ওভার) |
নাওআনি ভারে ৩৯* (৩৪)
আলভিনা চিলিয়া ১/৬ (১.৩ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
নাওআনি ভারে ৮৮* (৫৮)
রুজি কাইওয়াই ১/১৮ (২ ওভার) |
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২৪ (৩৪)
হেনাও টমাস ৫/১৩ (৩.৫ ওভার) |
- ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- হেনাও টমাস (পাপুয়া নিউ গিনি) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ব
|
||
মেইলিজ কার্লট ১৫ (১৭)
লাগি তেলেআ ৩/১১ (৩ ওভার) |
তুআওলোয়া সেমাউ ১৬* (১১)
আলভিনা চিলিয়া ২/২৭ (৪ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- তেরেসা মানসালে ও লেইসাউ জেকব (ভানুয়াতু)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তাওফি লাফাই ৮ (১৭)
ইসাবেল তোউয়া ৩/৭ (৪ ওভার) |
নাওআনি ভারে ২৫* (১৬)
|
- সামোয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- সারিনা মোয়ে (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ভালেন্তা লাংইয়াতু ৫৫ (৪৯)
কারালাইনি ভাকুরুইভালু ২/৩৩ (৪ ওভার) |
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ২০ (৪০)
নাসিমানা নাভাইকা ৩/১৩ (৪ ওভার) |
- ফিজি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- লিজিং এনোখ (ভানুয়াতু)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তানিয়া রুমা ৪৮ (৪১)
সেলিনা সোলমান ১/২৬ (৪ ওভার) |
- ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
কোলোতিতা নোনু ৫৭* (৫৪)
আনা গোনেরারা ২/১৮ (৩ ওভার) |
- সামোয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Inaugural edition of Women's Pacific Cup T20 Tournament to take place in October 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২।
- ↑ @vanuatu_cricket (২৭ সেপ্টেম্বর ২০২২)। "We are delighted to announce the Inaugural "Pacific Cup" will be held in Vanuatu with 4 T20I Women's teams taking part from Oct 3-6" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Stalled by the pandemic, first ever Women's Pacific Cricket Cup all set to go in Vanuatu"। এবিসি প্যাসিফিক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Undefeated PNG crowned Pacific Cup champions as Vanuatu claim runners-up"। ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২।
- ↑ ক খ গ "Vanuatu Cricket to host inaugural T20 Women's Pacific Cup next week"। ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Twelve debutants for Pacific Cup"। ফিজীয় সম্প্রচার কর্পোরেশন সংবাদ (ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২।